সালাহউদ্দিন সাহেব যেন সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে আসেন সেই দোয়া করি - আরেকজন ইলিয়াস আলি যেন তিনি না হন! খুব বিরক্ত হয়ে গেছি - আর গুম-খুন দেখতে চাই না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে মুক্তি চাই, আন্দোলনের নামে পোড়ানো লাশের গন্ধে বাতাস ভারী যেন আর না হয়, অন্ধ বাঙ্গালী জাতিয়বাদের তোড়ে আমার আর কোন পাহাড়ি বোনের ধর্ষণ উপেক্ষিত হোক চাই না, নাস্তিকতা বা ধার্মিকতার নেশায় কেও কাওকে অন্যায়ভাবে কষ্ট দিক সেটাও চাই না। সহমর্মিতা চাই, পারস্পরিক শ্রদ্ধাবোধ চাই, চাই নিয়মতান্ত্রিকতা আর ন্যায়বিচার। আল্লাহ আমাদের শান্তি দিক, সহায় হোক!
-
"শুভ্রতা নেই, স্বচ্ছতা নেই
চারদিকে শুধু চোখ জ্বালা করা
ধোঁয়াটে আধার!
সরলতা নেই, সহজতা নেই
চারপাশে শুধু
মন জ্বালা করা ধ্বংসাবশেষ,
সহজ স্মৃতির!
বদলে গিয়েছে সব -
চারিধার, আমার উঠোন!
অমাবস্যার রাত যেন নেমেছে চেতনায়!
টলটলে নীলাভ জলে
হয়ে যাব নিঃসঙ্গ ডিঙ্গি!
স্বজাতি থেকে সবথেকে দূরে
বহুদূরে কোন এক অচেনা সাগরে!
কিছু নেই, কিছু নেই, ভালো কিছু নেই!
সব ভাল যেন গিয়েছে মিলিয়ে
কোন এক অচিন গহ্বরে!
প্রতিকার চাই, সরলতা চাই!
প্রতিটি রাতের শেষে, বার বার
আমি চাই উদার সমুদ্রের ভোর!
ধবল দোলনচাঁপার যে পবিত্রতা
আজ তাকে খুব, খুব প্রয়োজন!"
-
"শুভ্রতা নেই, স্বচ্ছতা নেই
চারদিকে শুধু চোখ জ্বালা করা
ধোঁয়াটে আধার!
সরলতা নেই, সহজতা নেই
চারপাশে শুধু
মন জ্বালা করা ধ্বংসাবশেষ,
সহজ স্মৃতির!
বদলে গিয়েছে সব -
চারিধার, আমার উঠোন!
অমাবস্যার রাত যেন নেমেছে চেতনায়!
টলটলে নীলাভ জলে
হয়ে যাব নিঃসঙ্গ ডিঙ্গি!
স্বজাতি থেকে সবথেকে দূরে
বহুদূরে কোন এক অচেনা সাগরে!
কিছু নেই, কিছু নেই, ভালো কিছু নেই!
সব ভাল যেন গিয়েছে মিলিয়ে
কোন এক অচিন গহ্বরে!
প্রতিকার চাই, সরলতা চাই!
প্রতিটি রাতের শেষে, বার বার
আমি চাই উদার সমুদ্রের ভোর!
ধবল দোলনচাঁপার যে পবিত্রতা
আজ তাকে খুব, খুব প্রয়োজন!"
No comments:
Post a Comment