বাপ-দাদারা জন্মেই দেখেছে অস্তিত্ত ব্রিটিশদের দখলে, পাকিস্তানের দখলে! আমি জন্মেই দেখেছি আমি অসৎ রাজনীতির এবং অর্থনৈতিক বৈষম্যের দাস মাত্র, জন্মেই দেখেছি ভিন দেশের চোখ রাঙ্গানি! আমি স্বাধিন ছিলাম কবে? সময় এসেছে আমাদের সবকিছু পুনর্বিবেচনা করার। এভাবেই দিনের পর দিন চলে যাবে? আমাদের দাসত্ব কি উত্তারাধিকারসুত্রে বর্তাবে আমাদের সন্তানদের উপর?
---------------
"জেনে গেছি -
বেড়ীবদ্ধ দু'পায়ে আমি আজন্ম পরাধীন!
পদপিষ্ট হতে হতে বুঝে গেছি -
কারো রাজপ্রাসাদের আমি খোদিত সোপান!
গলদেশে ধারাল ছুরির তীক্ষ্ণ আঘাতে
আপন রক্তের ফিনকি দেখে দেখে
বুঝে গেছি, কারো আমি বলির পাঁঠা!
হেসে হেসে বাজি রেখে আমার জীবন
নিঠুর জুয়াড়ি দিয়েছে বুঝিয়ে -
অশালীন রাজনীতির আমিই তো জ্বালানী!
আমাকে প্রজ্বলনের উৎসব
উপভোগ করে অনেকেই - আমি জানি!
বিদেশী বনিকের কাছে আমাকে ফেরি করে যারা
দেশজ চেতনায় সবচেয়ে বেশী উৎফুল্ল দেখেছি তারা!
আমি কে?
আমি বাঙালি! আমি বাংলাদেশী! আমি পাহাড়ি!
যে নামেই ডাক না আমায় - আমি বাংলাদেশের জনগন!
আমি নিষ্ক্রিয় সয়ে যাই সমস্ত শোষণ!
বাকহীন, দৃষ্টিহীন, চেতনাবিহিন!
আমি কি উঠবো না জেগে?
শুদ্ধ চেতনা আর কর্মের যৌথ উদ্যোগ
সাথে মিশে চঞ্চল এ চিত্তের অদম্য আবেগ
আমাকে জাগাবেই একদিন!
একাত্তুর কি ভুলেছে সবাই?
ভুলে গেছে নুর হোসেনের রক্তাক্ত নব্বই?
লোহিতে কেবল লাগল বলে ঝড়ো বাতাস!
শুধু সময়ের অপেক্ষায়!
সাবধান হয়ে যাক যতসব অসৎ বেনিয়া!
পটের যে ভাবী পরিবর্তন
নিশ্চিত আভাস পেয়েছি তার দখিণা বাতাসে!
শিকারি তুমি হয়ে যাবে শিকার এখন!
আমি বাংলাদেশের জনগন!
আমিই বাংলাদেশের জনগন!"
---------------
"জেনে গেছি -
বেড়ীবদ্ধ দু'পায়ে আমি আজন্ম পরাধীন!
পদপিষ্ট হতে হতে বুঝে গেছি -
কারো রাজপ্রাসাদের আমি খোদিত সোপান!
গলদেশে ধারাল ছুরির তীক্ষ্ণ আঘাতে
আপন রক্তের ফিনকি দেখে দেখে
বুঝে গেছি, কারো আমি বলির পাঁঠা!
হেসে হেসে বাজি রেখে আমার জীবন
নিঠুর জুয়াড়ি দিয়েছে বুঝিয়ে -
অশালীন রাজনীতির আমিই তো জ্বালানী!
আমাকে প্রজ্বলনের উৎসব
উপভোগ করে অনেকেই - আমি জানি!
বিদেশী বনিকের কাছে আমাকে ফেরি করে যারা
দেশজ চেতনায় সবচেয়ে বেশী উৎফুল্ল দেখেছি তারা!
আমি কে?
আমি বাঙালি! আমি বাংলাদেশী! আমি পাহাড়ি!
যে নামেই ডাক না আমায় - আমি বাংলাদেশের জনগন!
আমি নিষ্ক্রিয় সয়ে যাই সমস্ত শোষণ!
বাকহীন, দৃষ্টিহীন, চেতনাবিহিন!
আমি কি উঠবো না জেগে?
শুদ্ধ চেতনা আর কর্মের যৌথ উদ্যোগ
সাথে মিশে চঞ্চল এ চিত্তের অদম্য আবেগ
আমাকে জাগাবেই একদিন!
একাত্তুর কি ভুলেছে সবাই?
ভুলে গেছে নুর হোসেনের রক্তাক্ত নব্বই?
লোহিতে কেবল লাগল বলে ঝড়ো বাতাস!
শুধু সময়ের অপেক্ষায়!
সাবধান হয়ে যাক যতসব অসৎ বেনিয়া!
পটের যে ভাবী পরিবর্তন
নিশ্চিত আভাস পেয়েছি তার দখিণা বাতাসে!
শিকারি তুমি হয়ে যাবে শিকার এখন!
আমি বাংলাদেশের জনগন!
আমিই বাংলাদেশের জনগন!"
No comments:
Post a Comment