মাঝে মাঝে মনে হয় সমস্ত নিয়ম যদি ভেঙ্গে যেত, তবে বেশ হতো! আজীবন বিভিন্ন নিয়মের বেড়াজালে আমদের থাকতে হয়, যা আমদের সময় সময় অস্থির করে তুলে! মাঝে মাঝে এমন সব আবেগ আমাদের তাড়া করে ফেরে যার উৎস আমাদের অজানা! হঠাৎ হঠাৎ তাই মনে হয় সব ভেঙ্গে ফেলি, সব বেড়াজাল উপড়ে ফেলি - খুব ইচ্ছে হয় সমস্ত আবেগ কাঁচের মত স্বচ্ছ হয়ে যাক! কিন্তু পরক্ষনেই মনে হয়, এতেই কি মুক্তি মিলবে? শান্ত হবে জটিল এই মন?
------------
"শুধু একদিন
ভেঙ্গে যদি যেত পৃথিবীর সমস্ত নিয়ম!
শুধু একটি মুহুরতের জন্য,
ঝুরঝুরে বালির মতো যদি
খসে যেত সমস্ত শৃঙ্খল!
শুধু একদিন,
শুধু এক মুহুরতের জন্য,
ছিড়ে যদি যেত আমার সমস্ত বাঁধন,
বানের জলে যদি যেত মুছে
সমস্ত পরিসীমা!
শুধু একদিন,
শুধু এক মুহুরতের জন্য,
টলটলে জলের মতো যদি স্বচ্ছ হয়ে যেত
আমার সমস্ত আবেগ!
মুক্ত কি হতাম আমি?
হে স্রষ্টা -
তোমার ভয়াবহ সৃষ্টি এই মানব মন,
গুঢ় আবেগের এই সন্মিলন
না বোঝার ক্লান্তিতে নুব্জ্য করেছে আমায়!
বোঝাও তুমি - কেন সন্ধ্যার আগমন
বিষণ্ণ করে তুলে আমাকে এমন!
সুচতুর শিকারির মতো কেন
তাড়া করে ফেরে সব ফেলে আসা ক্ষণ!
কারণবিহীন সব ভালো না লাগা
আর ভালো লাগেনা!"
------------
"শুধু একদিন
ভেঙ্গে যদি যেত পৃথিবীর সমস্ত নিয়ম!
শুধু একটি মুহুরতের জন্য,
ঝুরঝুরে বালির মতো যদি
খসে যেত সমস্ত শৃঙ্খল!
শুধু একদিন,
শুধু এক মুহুরতের জন্য,
ছিড়ে যদি যেত আমার সমস্ত বাঁধন,
বানের জলে যদি যেত মুছে
সমস্ত পরিসীমা!
শুধু একদিন,
শুধু এক মুহুরতের জন্য,
টলটলে জলের মতো যদি স্বচ্ছ হয়ে যেত
আমার সমস্ত আবেগ!
মুক্ত কি হতাম আমি?
হে স্রষ্টা -
তোমার ভয়াবহ সৃষ্টি এই মানব মন,
গুঢ় আবেগের এই সন্মিলন
না বোঝার ক্লান্তিতে নুব্জ্য করেছে আমায়!
বোঝাও তুমি - কেন সন্ধ্যার আগমন
বিষণ্ণ করে তুলে আমাকে এমন!
সুচতুর শিকারির মতো কেন
তাড়া করে ফেরে সব ফেলে আসা ক্ষণ!
কারণবিহীন সব ভালো না লাগা
আর ভালো লাগেনা!"
No comments:
Post a Comment