গা ছমছম করা কিছু নির্জন দুপুর আছে আমার স্মৃতিতে। অনেক আগে আমার শৈশবে/কৈশোরে, খোলা জায়গা ছিল অনেক, প্রচুর গাছগাছালিও ছিল। নিরিবিলি সে সময় সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমাত কিছুক্ষণ। সবাই যখন ঘুমে ব্যস্ত, আমি একা মেতে উঠতাম খেলায়।
এমনি এক দুপুরে, খুব সম্ভবত সিঁড়িতে বসে, গভীর মনোযোগ দিয়ে ফাঁদ পেতে চড়ুই ধরতে চেষ্টা করছিলাম, ভেঁজে খাব বলে। চারদিকে সব সুনসান। হঠাৎ ঘাড়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেল, মেরুদণ্ড বেয়ে মনে হল নেমে যাচ্ছে একটা ঠাণ্ডা সরীসৃপ! কেও একজন আমার ঠিক পেছনে দাঁড়িয়ে। ভয়ে জমে গেছি - ঘাড় ঘুরিয়ে তাকানোর দুঃসাহস হচ্ছে না আমার! কতটা সময় চলে গিয়েছিল জানিনা! শুধু জানি, একটু শক্তি ফিরে পেতেই ঝট করে ঘাড় ঘুরিয়েছিলাম, কিন্তু পেছনে কেও নেই! তবু কেন জানি মনে হচ্ছিল, কেও একজন ওত পেতে আছে আমাকে মারবে বলে। একছুটে দৌড়ে ঘরের ভেতর - হৃৎপিণ্ড কত সময় নিয়েছিল স্বাভাবিক হতে, তা মনে নেই!
নির্জন এমন দুপুরের কথা এখন খুব মনে হয় এবং খুব আফসোস হয়! অদ্ভুত শুনাবে, কিন্তু আফসোসটা আমার সন্তানদের জন্য! আমি কায়মনোবাক্যে তাদের জীবনে এমন ভয়ঙ্কর দুপুর প্রার্থনা করি! কিন্তু এমন অভিজ্ঞতা তাদের হবে বলে মনে হয় না! তাদের জীবনে নিঝুম দুপুর বলে কিছু নেই! মানুষের ভিড়ে বিলিন হয়ে গেছে গাছপালা - চড়ুইরা সব মরে ভুত হয়ে গেছে অনেক আগে! খোলা জায়গা আবার কি জিনিস ঢাকা শহরে!
আমার সন্তানরা ফাঁদ পেতে চড়ুই ধরার খেলা খেলতে পারবে না কখনো - কখনো সফল হইনি চড়ুই ধরায়, কিন্তু ধরার চেষ্টার যে আনন্দ তা বলে বুঝান যাবেনা! আমার সন্তানরা কোনদিন এই আনন্দের সাথে পরিচিত হবে না! তারা ছাদকে মনে করে খলার মাঠ! আমাদের মত বৃষ্টিতে, কাদা পানিতে ফুটবল খেলার মজা তারা কখনো পাবেনা।
আমাদের ছোটবেলায় পাড়ার সব বারিঘরে ছিল আমাদের অবাধ যাতায়াত - খেলতে খেলতে যখন তৃষ্ণা পেত, সবচে কাছের বাড়ীটাতে ঢুকে বলতাম, "খালাম্মা, পানি দেন না একটু!" আমার সন্তানরা দৌড় দিয়ে কখনো চলে যেতে পারবেনা অন্যের বাড়িতে - এখন অনেক ধরনের বাঁধা ব্বিপত্তি, অনেক ধরনের সব দেয়াল!
অনেক পরিবর্তিত হয়েছে আমাদের বেশবাস - কিন্তু এই পরিবর্তন আমি মেনে নিতে পারছিনা! শুধুই কষ্ট হচ্ছে!
স্যার, যা ছিল আমাদের বাস্তবতা ,আজ তাদের কল্পনা
ReplyDelete...
শুধুই কল্পনা
আজ ওরা বাধা পরে গেছে ,
প্রযুক্তির কঠিন ,শিকলে ...
আমাদের গ্রাম এখনো আপনার সেই ধূসর পুরনো দিনের মতই আছে । সত্যি , নিজের কাছে নিজের সেই অপরিবর্তিত গ্রামের সৃতি টা হঠাৎ মনে পড়ে গেল আপনার লিখাটা পড়ে আর মনে মনে খুব আনন্দ হচ্ছিল এই ভেবে যে আমাদের গ্রাম টা এখনো আগের মত ই অনেক বেশি সুন্দর , অনেক বেশি অসাধারণ । এখ্নো সেই তাল গাছ , সেই চড়ুই পাখির কিচির-মিচির , ছোট ছোট ছেলেদের সারা পুকুর দাপিয়ে-বেড়িয়ে গোসল করা , সত্যি অসাধারন একটা গ্রাম । এখনো গ্রাম এ ফিরে গেলে নিজেকে নতুন করে ফিরে পাই । সেই আমগাছ , জামগাছ , বাঁশ ঝাড় , সেই পুকুর এখনো কি সজীব , কি প্রানবন্ত !! দেখলে এখনো মনটা জুড়িয়ে যাই । ধন্যবাদ আপনাকে আমার ভিতরে আমার পুরনো মূল্যবোধটা কে জাগ্রত করার জন্য :)
ReplyDeleteস্যার মনটা খারাপ করে দিলেন...... আমি গ্রামের ছেলে , আমি জানি এই জিনিসটার অনুভূতি কেমন...। অনেক ইচ্ছে করছে ওইদিনগুলোতে ফিরে যেতে।
ReplyDeleteI AGREE WITH YOU SIR.
ReplyDeleteস্যার, লেখাটা পড়ে স্মৃতিকাতর হয়ে গেলাম। গ্রামের বাড়িতে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ে। :(
ReplyDeleteস্যার মনটা খারাপ করে দিলেন...... আমি গ্রামের ছেলে na but আমি জানি na এই জিনিসটার অনুভূতি কেমন......................???????
ReplyDelete