কবরের শিশুকে ---
"জন্মেই গিয়েছ চলে টপকে বেড়াজাল
ক্ষণিকের অতিথি তুমি!
আমি বেঁচে আছি কত দশক, দশক!
কে তবে ভাগ্যবান? আমি, না তুমি?
কলুষ ছোঁয়নি তোমায়
ছোঁয়নি আঁধার!
আমাকে ছুঁয়েছে কত ঘিনঘিনে কালো!
শুদ্ধতা বিনষ্ঠ করে কত পুঁজ, কাঁদা
ঢেকেছে আমার দেহ কি পিছল পাপে!
তোমার হিসেবের খাতা শুভ্র কেমন!
সানন্দে নেচে নেচে অপার্থিব দীপ
তোমার আঁধার পথ করে দেবে আলো!
আমায় কি দখলে নেবে নরকের রাত?
দ্বিধাহীন হয়ে যেতাম কবরের শিশু
স্রষ্টা আমার, তুমি দিলেনা সুযোগ!"
"জন্মেই গিয়েছ চলে টপকে বেড়াজাল
ক্ষণিকের অতিথি তুমি!
আমি বেঁচে আছি কত দশক, দশক!
কে তবে ভাগ্যবান? আমি, না তুমি?
কলুষ ছোঁয়নি তোমায়
ছোঁয়নি আঁধার!
আমাকে ছুঁয়েছে কত ঘিনঘিনে কালো!
শুদ্ধতা বিনষ্ঠ করে কত পুঁজ, কাঁদা
ঢেকেছে আমার দেহ কি পিছল পাপে!
তোমার হিসেবের খাতা শুভ্র কেমন!
সানন্দে নেচে নেচে অপার্থিব দীপ
তোমার আঁধার পথ করে দেবে আলো!
আমায় কি দখলে নেবে নরকের রাত?
দ্বিধাহীন হয়ে যেতাম কবরের শিশু
স্রষ্টা আমার, তুমি দিলেনা সুযোগ!"
No comments:
Post a Comment