স্রষ্টার প্ল্যান আসলে বুঝা যায় না। জীবনের কিছু কিছু সময় ভুল করে অভিমান হয়ে যায় - "কেন?" প্রশ্নটা অযাচিত করে ফেলি। স্রষ্টা আমাকে ক্ষমা করুন!
---------------------------
"স্রষ্টা আমার -
ভীষণ যে ভালবাসি, সেই অধিকারে
আমি ভুলেভালে
আপন অবস্থান ভুলে
করেছি অভিমান!
ক্ষমা কি করবে না আমায়?
ফিরাবে কি তোমার মুখ
অধমের থেকে?
ভোরের নিঃসঙ্গ কান্নার উপহার
নেবেনা তুমি?
কি এমন হবে ক্ষতি
বিশ্বব্রহ্মাণ্ডের, কি হবে ক্ষতি
খুদ্র আমাকে দিলে
বেকসুর খালাস?
জীবনের না মেলা হিসেবগুলো
মিলিয়ে দিলে, কি হবে এমন?
ক্ষমা করে দেবেনা সব ভুল অনুভব?
তোমার নাতিশীতোষ্ণ ছায়ায়
হেঁটে যাব জীবনের শেষ সীমানায়।
দেবেনা সুযোগ? "
---------------------------
"স্রষ্টা আমার -
ভীষণ যে ভালবাসি, সেই অধিকারে
আমি ভুলেভালে
আপন অবস্থান ভুলে
করেছি অভিমান!
ক্ষমা কি করবে না আমায়?
ফিরাবে কি তোমার মুখ
অধমের থেকে?
ভোরের নিঃসঙ্গ কান্নার উপহার
নেবেনা তুমি?
কি এমন হবে ক্ষতি
বিশ্বব্রহ্মাণ্ডের, কি হবে ক্ষতি
খুদ্র আমাকে দিলে
বেকসুর খালাস?
জীবনের না মেলা হিসেবগুলো
মিলিয়ে দিলে, কি হবে এমন?
ক্ষমা করে দেবেনা সব ভুল অনুভব?
তোমার নাতিশীতোষ্ণ ছায়ায়
হেঁটে যাব জীবনের শেষ সীমানায়।
দেবেনা সুযোগ? "
Nice one...............
ReplyDeleteosadharon sir :)
ReplyDeleteঅসাধারন
ReplyDelete